ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কারা হচ্ছেন ক্যাটরিনা-ভিকির বিয়ের অতিথি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৩ নভেম্বর ২০২১   আপডেট: ১৩:১৯, ১৩ নভেম্বর ২০২১
কারা হচ্ছেন ক্যাটরিনা-ভিকির বিয়ের অতিথি?

বলিউডের বর্তমান সময়ের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বেশ কিছুদিন ধরে তাদের বিয়ের গুঞ্জন উড়ছে। এ নিয়ে বলিপাড়ায় চলছে নানা জল্পনা।

যদিও এ বিষয়ে ক্যাটরিনা ও ভিকির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নাকি বিয়ের ভেন্যুতে তাদের টিমের কয়েকজন সদস্যও পৌঁছেছেন। তারা বিয়ের আয়োজন নিয়ে কাজ করছেন।

এদিকে এই তারকা জুটির বিয়েতে কারা হাজির থাকবেন তা নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বলিউডের প্রথম সারির তারকাদের অনেকেই ক্যাটরিনা-ভিকির বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন। অতিথিদের তালিকায় থাকবেন— করন জোহর, আলী আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল প্রমুখ।

আরো পড়ুন:

জানা গেছে, আগামী ৭-১২ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের কাজের জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হবে এই জুটির বিয়ের আনুষ্ঠান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়