ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রোহিতের ‘কপ ইউনিভার্সে’ সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ নভেম্বর ২০২১  
রোহিতের ‘কপ ইউনিভার্সে’ সালমান

‘সিংহাম’ ও ‘সিম্বা’ সিনেমার সাফল্যের পর বাজিমাত করেছে রোহিত শেঠির নতুন সিনেমা ‘সূর্যবংশী’। শোনা যাচ্ছে, রোহিতের ‘কপ ইউনিভার্সে’ এবার দেখা যাবে সালমান খানকে।

‘দাবাং’ সিনেমায় পুলিশ অফিসার চুলবুল পান্ডে চরিত্রে অভিনয় করেছেন সালমান। এই চরিত্রেই রোহিতের সিনেমায় দেখা যেতে পারে তাকে। সম্প্রতি ‘বিগ বস’ রিয়ালিটি শোয়ে গিয়েছিলেন রোহিত। এটি সঞ্চালনা করেন সালমান। সেখানেই এ প্রসঙ্গে কথা বলেন ‘গোলমাল’ নির্মাতা।

রোহিত জানান, সালমানের সঙ্গে দেখা হলেই সিনেমা নিয়ে কথা বলেন তিনি। সিংহাম ও চুলবুল পান্ডেকে একসঙ্গে পর্দায় হাজির করতে চান তিনি। এই প্রস্তাবে সালমান সম্মতিও দিয়েছেন।

আরো পড়ুন:

যদিও এখনো আলোচনায় সীমাবদ্ধ রোহিত-সালমানের এই সিনেমা। এখনো চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়নি বলে জানান রোহিত।

অজয়ের ‘সিংহাম’, রণবীর সিংয়ের ‘সিম্বা’ ও সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ নিয়ে কপ ইউনিভার্স তৈরি করেছেন রোহিত। ‘সূর্যবংশী’ সিনেমার কয়েকটি দৃশ্যে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন অজয় ও রণবীর সিং।

এছাড়া খুব শিগগির ‘সিংহাম থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন অজয় ও রোহিত। এই সিনেমায় অক্ষয় কুমার এবং রণবীর সিংকে দেখা যেতে পারে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়