ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ফের পিছিয়ে গেলো আমিরের ‘লাল সিং চাড্ডা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৬ নভেম্বর ২০২১  
ফের পিছিয়ে গেলো আমিরের ‘লাল সিং চাড্ডা’

জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ফের পিছিয়ে গেলো সিনেমাটির মুক্তি।

বলিউডহাঙ্গামা ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, লাল সিং চাড্ডা সিনেমাটি প্রযুক্তি নির্ভর। এতে আমিরের চরিত্রটির বয়স কমানোর জন্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় এখন সময় বেশি লাগছে। আগামী ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

চলতি বছর ডিসেম্বরে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু গত সেপ্টেম্বরে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে ভালোবাসা দিবসে ‘লাল সিং চাড্ডা’ মুক্তি দেওয়া হবে। এবার এটিও পরিবর্তন করছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আরো পড়ুন:

টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়