ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রাজামৌলির সিনেমায় সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২০ নভেম্বর ২০২১   আপডেট: ১৯:৩৯, ২০ নভেম্বর ২০২১
রাজামৌলির সিনেমায় সালমান

‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। গুঞ্জন উঠেছে, বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে গিয়ে সালমানের সঙ্গে দেখা করেছেন রাজামৌলি। ফিল্মসিটিতে ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং করছিলেন ‘দাবাং’ অভিনেতা। রাজামৌলি তার সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর থেকেই এই নির্মাতার সিনেমায় সালমানের অভিনয়ের গুঞ্জন চাউর হয়।

এদিকে কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে রাজামৌলি পরিচালিত সিনেমা ‘ট্রিপল আর’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই নির্মাতা। কেউ কেউ মনে করছেন, সিনেমার প্রচার নিয়ে আলোচনা করতেই সালমানের সঙ্গে দেখা করেন রাজামৌলি।

আরো পড়ুন:

এর আগে সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি রাজামৌলির নির্মাণের কথা থাকলেও তিনি রাজি হননি। সিনেমাটি লিখেছেন তার বাবা কে. ভি. বিজেয়ন্দ্র প্রসাদ। সিনেমাটির গল্প সবার আগে ছেলেকেই শুনিয়েছিলেন তিনি। কিন্তু এটি নিয়ে কোনো আগ্রহ দেখাননি রাজামৌলি। পরে এটি পরিচালনা করেন বলিউড পরিচালক কবির খান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়