ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ছায়ানট শিক্ষক খায়রুল ওয়াসী গাইবেন ত্রিবেণীর ৮১তম পর্বে

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ নভেম্বর ২০২১   আপডেট: ২০:৫৮, ২৪ নভেম্বর ২০২১
ছায়ানট শিক্ষক খায়রুল ওয়াসী গাইবেন ত্রিবেণীর ৮১তম পর্বে

ত্রিবেণীতে আজ লোকসংগীত গাইবেন শিল্পী খায়রুল ওয়াসী

লোকসংগীত শিল্পী খায়রুল ওয়াসী। ছোটবেলায় মায়ের কাছেই সংগীতের হাতে খড়ি। গানের সঙ্গে হারমোনিয়াম ও তবলায় বিশেষ পারদর্শী তিনি। ৬ বছর ধরে লোকসংগীতসহ সংগীতের বিভিন্ন শাখায় তালিম নিয়েছেন ছায়ানটে। ফরিদপুরে জন্ম নেওয়া এই শিল্পী ছায়ানটের লোকসংগীত বিভাগে শিক্ষকতা করছেন। ছোটবেলা থেকেই সংগীতের বিভিন্ন প্রতিযোগীতায় মেধার স্বাক্ষর রেখে চলেছেন। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পী তিনি।

বুধবার (২৪ নভেম্বর) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৮১তম পর্ব। খায়রুল ওয়াসী গাইবেন আজকের ত্রিবেণীতে। গানে গানে মাতাবেন দর্শকদের।

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

আরো পড়ুন:

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে ত্রিবেণী সম্প্রচারিত হচ্ছে। লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

মধুখালী উপজেলার জগন্নাথদী গ্রামে জন্ম খায়রুল ওয়াসী’র। ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। গান গাওয়ার পাশাপাশি গান লিখে চলেছেন। কণ্ঠ দিচ্ছেন বিভিন্ন গানে। ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন এই শিল্পী।

রাইজিংবিডিকে তিনি বলেন, ২০০৪ সালে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। দেশের গানে তৃতীয় স্থান অধিকার করেছি সেসময়। সেই শুরু সংগীত জীবনের। এরপর নানাভাবে গানের তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি।

উদয় হাকিম বলেন, সারাদেশের শিল্পীদের নিয়ে গান-আড্ডার অনুষ্ঠান ত্রিবেণী। দর্শক-শ্রোতাদের ভিন্নধারার আনন্দ দিতে রাইজিংবিডির এই ক্ষুদ্র প্রয়াস। সুস্থ বিনোদন প্রচারে সচেষ্ট ত্রিবেণী। দর্শকদের কথা চিন্তা করেই অনুষ্ঠান নির্মাণ ও প্রচারিত হয়। এরইমধ্যে ত্রিবেণী সাংস্কৃতিক বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভা তুলে ধরা হচ্ছে। তরুণ শিল্পীদের জন্য ত্রিবেণী হয়ে উঠবে সংস্কৃতি চর্চা কেন্দ্র। এখানে এসে শিল্পীরা সুযোগ পাচ্ছেন নিজেদের মেলে ধরার।

তিনি আরও বলেন, শিল্পীরা যাতে সৃজনশীল চর্চার সুযোগ ও স্বীকৃতি পান সে জন্যই ত্রিবেণীর এই আয়োজন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের প্রাধান্য দেয়া হচ্ছে। ত্রিবেণীতে তারকা শিল্পীদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে কোনো কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected])। ই-মেইলের মাধ্যমে নিজের কণ্ঠে গাওয়া বিভিন্ন গানের ইউটিউব বা ফেসবুক লিঙ্ক ত্রিবেণীকে শেয়ার করতে পারেন শিল্পীরা। ত্রিবেণী ফেসবুক পেজে (https://www.facebook.com/Tribeni.Risingbd) টেক্সটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd)  এই লিঙ্কে।

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়