ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দিশার বোনের নাচে মুগ্ধ দর্শক (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৪ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৮, ২৪ নভেম্বর ২০২১
দিশার বোনের নাচে মুগ্ধ দর্শক (ভিডিও)

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আকর্ষণীয় রূপ ও অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক। তার নাচের দক্ষতা ক্যারিয়ারে অন্যমাত্রা যোগ করেছে। এবার দিশার বোনের নাচে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

দিশার বোন খুশবু পাটানি ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কর্মরত রয়েছেন। তিনিও ফিটনেসের বিষয়ে দারুণ সচেতন। কিছুদিন আগে খুশবুর জন্মদিন ছিল। এ উপলক্ষে গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। তারই অংশ হিসেবে দিশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন।

যাতে দেখা যায়, আবেদনময়ী পোশাকে টেবিলের ওপরে নাচছেন খুশবু। তার নাচ দেখে দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে দিশা লিখেন—‘শুভ জন্মদিন পাগলি বোন। আমি যদি তোমার মতো নাচতে পারতাম।’

আরো পড়ুন:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Media Expresso Bollywood ! (@mediaexpresso)

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে’। এতে তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। গত ১৩ মে মুক্তি পায় এটি। বর্তমানে ‘এক ভিলেন রিটার্ন’, ‘কেটিনা’ সিনেমায় অভিনয় করছেন দিশা।

 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়