ঢাকা     সোমবার   ০৭ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৪ ১৪৩১

শামীমের কথায় গাইলেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:৩১, ২ ডিসেম্বর ২০২১
শামীমের কথায় গাইলেন ফজলুর রহমান বাবু

অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান করছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তার দরদমাখা কণ্ঠের জাদু শ্রোতাদের মন কেড়েছে। এবার ‘দুঃখের ফেরিওয়ালা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই অভিনেতা। ক্রীড়া সাংবাদিক শামীম হোসেনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন গায়ক-সুরকার অয়ন চাকলাদার।

গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ফজলুর রহমান বাবু বলেন—‘আমার প্রথম পরিচয় আমি একজন অভিনেতা। ভালোবাসা থেকেই গান করি। শামীম হোসেনের কথা ও সুরে ‘দুঃখের ফেরিওয়ালা’ শিরোনামের নতুন একটি গান করলাম। গানের কথাগুলো বেশ চমৎকার। সুরেও অন্যরকম দরদ আছে। আশা করি, সবার ভালো লাগবে। সবাই বাংলা গান ও নাটকের সঙ্গেই থাকবেন।’

গীতিকার শামীম হোসেনের এটি প্রথম গান। তার অভিষেক গানটি কণ্ঠে তুলেছেন বাবু। উচ্ছ্বাস প্রকাশ করে শামীম হোসেন বলেন—‘আমি খুব ভাগ্যবান যে, শুরুটাই স্বপ্নের মতোই হলো। কিংবদন্তিতুল্য অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই আমার গান কণ্ঠে ধারণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! পছন্দের দুজন মানুষ বাবু ভাই ও অয়ন চাকলাদরের যৌথ প্রচেষ্টায় ভালো একটি গান পেতে যাচ্ছেন শ্রোতারা। আমার দৃঢ় বিশ্বাস, কেউ নিরাশ হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীতে আরো ভালো ভালো গান উপহার দিতে চাই।’

আরো পড়ুন:

সংগীত পরিচালক অয়ন চাকলাদার বলেন, ‘নতুন গান মানেই নতুন চ্যালেঞ্জ। ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো একজন স্বপ্নের মানুষের সঙ্গে কাজ করা সৌভাগ্যের ব্যাপার। আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেছি। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা রাখছি, গানটি সবার পছন্দ হবে।’

ইতোমধ্যে গানটির প্রোমো প্রকাশিত হয়েছে। মিলন খানের প্রযোজনায় খুব শিগগির ‘হাই স্পিড প্রোডাকশন’ নামে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

সাংবাদিকতার পাশাপাশি শামীম হোসেন নাটক-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করে থাকেন। তার লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর ৩টি নাটক ও বিশের অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজ হলো—‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ প্রভৃতি। এছাড়া বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়