ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নতুন পরিচয়ে অপূর্ব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৫ ডিসেম্বর ২০২১  
নতুন পরিচয়ে অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এবার প্রযোজক হিসেবে সামনে এলেন অপূর্ব। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। অপূর্ব প্রযোজিত প্রথম নাটক ‘শুধু তুমিময়’।

যোবায়েদ আহসান রচিত নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। নিজের প্রযোজিত প্রথম নাটকে অভিনয়ও করছেন অপূর্ব। তার সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর।

প্রযোজনায় আসার কারণ ব্যাখ্যা করে অপূর্ব বলেন—‘দর্শককে রুচিশীল বিনোদন দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা। বাইরের দেশের অভিনেতারা নিজেরা প্রযোজনা হাউজ তৈরি করেন। আমিও ভালো ভালো কাজ করতে চাই। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করছি, সবার সহযোগিতায় কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।’

আরো পড়ুন:

শনিবার (৪ ডিসেম্বর) কেক কেটে প্রযোজনা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপূর্ব। এ সময় উপস্থিত ছিলেন সাবিলা নূর, আনন্দ খালেদ, পরিচালক মাহমুদুর রহমান হিমি প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়