ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বুধবার ক্যাটরিনা-ভিকির গায়ে হলুদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:১৯, ৮ ডিসেম্বর ২০২১
বুধবার ক্যাটরিনা-ভিকির গায়ে হলুদ

বলিউড লাভ বার্ড ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি।

এদিকে ইতোমধ্যে শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠিকতা। অতিথিরা আসতে শুরু করেছেন। ভিকি-ক্যাটরিনাও বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এই জুটির মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়েছে। বুধবার তাদের গায়ে হলুদ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় ক্যাটরিনা ও ভিকির গায়ে হলুদ হবে। এটি চলবে সন্ধ্যা পর্যন্ত। এই প্রথাকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন:

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ে। এর জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। বিয়ের ছবি ও ভিডিও যেন ফাঁস না হয় এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের মোবাইল ফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ওপর রয়েছে নিষেধাজ্ঞা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়