ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ওপার বাংলার নিশো ভক্তের পাগলামি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৩:২৮, ১০ ডিসেম্বর ২০২১
ওপার বাংলার নিশো ভক্তের পাগলামি

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তার অনেক ভক্ত রয়েছে। গত ৮ ডিসেম্বর ছিল নিশোর জন্মদিন। বিশেষ এই দিনে সামনে এলো নিশোর এক ভক্তের পাগলামি, পাশাপাশি পূর্ণ হয়েছে ভক্তের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন।

নিশো তার জন্মদিনের প্রথম প্রহর কাটান পরিবারের সঙ্গে। এদিন উত্তরায় ভক্তদের একটি আয়োজনে যোগ দেন তিনি। এদিন বিকেলে নিশো যখন বাংলাদেশের ভক্তদের সঙ্গে আড্ডারত, তখন ওপার বাংলা থেকে একদল ভক্তের গ্রুপ ভিডিও কল আসে। এ সময় তাদের সঙ্গে যুক্ত হন নিশো। ওপার বাংলা থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন—রূপসা চ্যাটার্জি, সোহম চক্রবর্তী, দীপ্তি মুখার্জি, অ্যানজেলা প্রমুখ।

ভিডিও কলে সোহম চক্রবর্তী নিশোকে বলেন, ‘অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা, সেই ইচ্ছা আজ পূরণ হলো।’ এ কথা শুনে নিশো বলেন, ‘লাভ ইউ, লাভ ইউ। এখানে আমরা একজন আরেকজনকে মন থেকে ভালোবাসি।’ অ্যানজেলা বলেন, ‘আমি আপনার ডাইহার্ট ফ্যান কি না জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে—সবখানেই নিশোকে দেখি।’ রূপসা চক্রবর্তী বলেন, ‘নিশোকে দেখে আজ আমার একটা স্বপ্নপূরণ হলো।’

আরো পড়ুন:

পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা অ্যানজেলা। ভিডিও কলে নিশোকে তিনি জানান, জন্মদিনে কোনো কেক কাটেননি। কিন্তু কেকের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষকে খাইয়েছেন। শুধু তাই নয়, অ্যানজেলা তার হাতে নিশোর নামে ট্যাটু করেছেন। ভিডিও কলে সেটাও নিশোকে দেখান তিনি। ভক্তের এমন কাণ্ড দেখে বিস্মিয় প্রকাশ করেন নিশো। বারবার ওই ভক্তকে জিজ্ঞাসা করেন, এটা কি সত্যি? অ্যানজেলা ট্যাটু দেখিয়ে বারবার বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়