ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ডিভোর্স নিয়ে মুখে কুলুপ আঁটলেন সামান্থা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১২ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৪১, ১২ ডিসেম্বর ২০২১
ডিভোর্স নিয়ে মুখে কুলুপ আঁটলেন সামান্থা

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। মাঝে ডিভোর্স নিয়ে কথা বললেও এখন মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী।

‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজ খ্যাত এই তারকা অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ডিভোর্স নিয়ে কোনো কথা বলবো না। আমার মনে হয়েছিল, এটি নিয়ে কথা বলার প্রয়োজন ছিল, বলেছি। কিন্তু বার বার পুনরাবৃত্তি করার প্রয়োজন দেখছি না।’

সামান্থা ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২১’ পেয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে রাজি চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার হাতে তুলেছেন তিনি।

আরো পড়ুন:

বর্তমানে সামান্থার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়