ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

বার বার ঘোষণা, তবুও আসছে না ‘চাঁদনী’

প্রকাশিত: ১৬:৩১, ১২ ডিসেম্বর ২০২১  
বার বার ঘোষণা, তবুও আসছে না ‘চাঁদনী’

বাংলা সিনেমাপ্রেমীদের কাছে ‘চাঁদনী’ বেশ পরিচিত একটি নাম। এটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে— ডাগর ডাগর চোখ আর নজরকাড়া হাসির সেই মিষ্টি মেয়ে শাবনাজের মুখটি। প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় নাম চরিত্রে অভিনয় করেন শাবনাজ।এতে তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন নাঈম।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা তুমুল জনপ্রিয়তা লাভ করে। মাঝে কেটে গেছে ত্রিশ বছর। এই সময়ে একাধিক নির্মাতা ‘চাঁদনী’ নামে সিনেমা তৈরির ঘোষণা দেন। কিন্তু সেগুলো ঘোষণাতেই আটকে থাকে। আদতে কোনোটিই শুটিং পর্যন্ত গড়ায়নি।

‘চাঁদনী’ নামে সিনেমা নির্মাণের বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০১৫ সালে। প্রয়াত বরেণ্য পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রটি পূর্ণনির্মাণ করার ঘোষণা দেন চিত্রনায়ক নাঈম। এর মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছিলো। কিন্তু পরবর্তী সময়ে তা শুটিং ফ্লোরে গড়ায়নি।

আরো পড়ুন:

এরপর ২০১৭ সালে নির্মাতা শামীমুল ইসলাম শামীম ‘চাঁদনী’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সেই সময় সিনেমাটির মহরতও করা হয়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিলো গ্ল্যামারকন্যা পরীমনির। সিনেমাটিতে আরো চুক্তিবদ্ধ হন জায়েদ খান ও আসিফ নূর। মহরতের পরে জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের কণ্ঠে একটি গানও রেকর্ডিং হয়। পরবর্তী সময়ে প্রযোজকের মৃত্যুর কারণে সিনেমাটির শুটিং শুরু করা সম্ভব হয়নি বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা শামীমুল ইসলাম শামীম।

সর্বশেষ নির্মাতা রায়হান মুজিব ‘চাঁদনী’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা আঁচল আঁখি। তার বিপরীতে থাকছেন আনিসুর রহমান মিলন। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

এ প্রসঙ্গে আঁচল বলেন, “চাঁদনী সিনেমাটি যতবারই দেখেছি, শাবনাজ আপাকে ততবারই ঈর্ষা করেছি। কী সুন্দর একটা সিনেমা, কী সুন্দর তার অভিনয়। মনে মনে ভাবতাম, ইশ্! চাঁদনী চরিত্রটি যদি আমি করতে পারতাম! যদিও আগের ‘চাঁদনী’ সিনেমার গল্পের সঙ্গে এই চাঁদনীর গল্প এক নয়। তারপরও চাঁদনী নামের সিনেমাতে চাঁদনী চরিত্র করছি, খুব ভালো লাগছে।”

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়