ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

করোনায় আক্রান্ত কারিনা-অমৃতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৩ ডিসেম্বর ২০২১   আপডেট: ২০:১৫, ১৩ ডিসেম্বর ২০২১
করোনায় আক্রান্ত কারিনা-অমৃতা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান করোনায় আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, কারিনার করোনা টেস্ট রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এ অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত অভিনত্রী অমৃতা অরোরারও করোনা পজেটিভ এসেছে।

জানা গেছে, বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন কারিনা ও অমৃতা। এদিকে এ দুই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। অভিনেত্রীদ্বয়ের সংস্পর্শে  বিগত কয়েকদিনে যারা এসেছিলেন, তাদের দ্রুত করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে বিএমসি। 

বলিউডের এই দুই সুন্দরীকে বিগত কয়েকদিনে একাধিক পার্টিতে অংশ নিতে দেখা গেছে এবং সেখানে কোনোরকম কোভিডবিধি মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। কারিনা-অমৃতা উভয়ই ভাইরাসের সুপার-স্প্রেডার হতে পারে বলে ধারণা করছে বিএমসি। এদিকে দুজনের কেউই এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে ঘোষণা দেননি।

আরো পড়ুন:

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়