ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিয়ের আগে ভিকিকে যে শর্ত দেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:০৯, ১৪ ডিসেম্বর ২০২১
বিয়ের আগে ভিকিকে যে শর্ত দেন ক্যাটরিনা

জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের আগে ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে শর্ত দিয়েছিলেন তিনি।

ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানান, খুব অল্প সময়েই ভিকি ও ক্যাটরিনার মধ্যে বন্ধুত্ব, প্রেম ও বিয়ে হয়েছে। প্রেমের সম্পর্কের ২ মাস পর ভিকি বুঝতে পারেন, ক্যাটরিনাই তার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত। এরপর থেকেই তাকে বিয়ের ব্যাপারে রাজি করাতে থাকেন।

এদিকে বিয়েতে রাজি হতে ভিকিকে শর্ত দেন ক্যাটরিনা। এই অভিনেত্রী জানান, তিনি তার মা, বোনদের যেমন ভালোবাসেন ভিকিকেও তেমনটাই করতে হবে। পরবর্তী সময়ে ভিকির সঙ্গে এই অভিনেত্রীর পরিবারের সখ্যতা দেখে ভীষণ খুশি হন ক্যাটরিনা। এরপর বিয়েতে রাজি হন।

আরো পড়ুন:

গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়