ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কত আয় করলো রাশমিকা-আল্লুর ‘পুষ্পা’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ১৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৮:০৮, ১৮ ডিসেম্বর ২০২১
কত আয় করলো রাশমিকা-আল্লুর ‘পুষ্পা’?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। শুক্রবার (১৭ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। মুক্তির পরও তার ব্যতিক্রম ঘটেনি।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ভারতে প্রথম দিনে ‘পুষ্পা’ আয় করেছে ৩৫ কোটি রুপি। এছাড়া ভারতের বাইরে কয়েকটি দেশে মুক্তি পেয়েছে এটি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫০ কোটি রুপির কাছাকাছি। টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে।

ট্রেড অ্যানালিস্ট সুরেশ কোন্দি বলেন—‘আমার ধারণা, ‘পুষ্পা’ প্রথম দিনে ভারতে আয় করেছে ৩৫ কোটি রুপি। সপ্তাহ শেষে এটি শত কোটি রুপি আয় করবে।’ তামিল নাড়ুর সিনেমা হল মালিক সমিতির সভাপতি ত্রিপুরা শুভ্রমুনিয়াম বলেন, ‘প্রথম দিনের সব শো শেষ হওয়ার আগেই শুধু তামিল নাড়ুতে ‘পুষ্পা’ ৩০ কোটি রুপি আয় করেছে বলে আশা করছি।’

আরো পড়ুন:

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। রাশমিকা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

‘পুষ্পা: দ্য রাইজ’ ১৭ ডিসেম্বর তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়