বাংলাদেশের নিরবের নায়িকা মিমি (ভিডিও)
টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ওপার বাংলার অনেকে ঢাকাই সিনেমায় কাজ করলেও দেখা যায়নি মিমিকে। এবার বাংলাদেশের নায়ক নিরবের নায়িকা হলেন মিমি চক্রবর্তী। তবে কোনো চলচ্চিত্রে নয়, একটি মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন তারা।
‘তুই আর আমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আরফিন রুমি। কৌশিক হোসেন তাপস ফিচারিং-এ গানটির কথাগুলো এমন—‘তুই আর আমি, চল করি পাগলামি/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’ এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
সোমবার (২০ ডিসেম্বর) রাতে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করেন গায়ক রুমি। এতে গ্ল্যামারাস রূপে ফ্রেমবন্দি হয়েছেন মিমি-নিরব। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। খুব শিগগির পুরো গানটি মুক্তি পাবে।
ঢাকা/শান্ত