ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

প্রকাশ্যে নোরার ‘ড্যান্স মেরি রানি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:১৪, ২১ ডিসেম্বর ২০২১
প্রকাশ্যে নোরার ‘ড্যান্স মেরি রানি’ (ভিডিও)

বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। এবার প্রকাশ্যে এলো তার ‘ড্যান্স মেরি রানি’।

বেশ কিছুদিন ধরে পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ৩ মিনিট ৪২ সেকেন্ড দীর্ঘ এই গানে এই জুটির রসায়ন তুলে ধরা হয়েছে। গানের গুরুতে দেখা যায়, নোরা একজন মৎসকুমারী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন গুরু। এই গানেও নোরার নাচ দর্শকের হৃদয় জয় করেছে।

টি-সিরিজের প্রযোজনায় ‘ড্যান্স মেরি রানি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন গুরু রান্ধওয়া ও জাহরাহ এস খান। এটির সুর করেছেন তানিস্ক বাগচী। গানটি লিখেছেন রাশমি বিরাগ।

আরো পড়ুন:

এর আগে ‘নাচ মেরি রানি’ গানে একসঙ্গে দেখা গেছে নোরা ও গুরু রান্ধওয়াকে। এই গানটিও দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে।

‘ড্যান্স মেরি রানি’ গানটি দেখতে ক্লিক করুন

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়