ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন অপূর্ব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৩০, ২৪ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন অপূর্ব

মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার (২২ ডিসেম্বর) রাতের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

অপূর্বর ঘনিষ্ঠ একজন রাইজিংবিডিকে বলেন—‘বুধবার রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে গিয়েছেন অপূর্ব ভাই। শুটিং বা অন্য কাজে নন, অবসর যাপনের জন্যই তার এই সফর। অপূর্ব ভাইয়ের স্ত্রী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।’

এ বছর আর দেশে ফিরছেন না অপূর্ব। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানায় সূত্রটি।

আরো পড়ুন:

গত ২৯ আগস্ট অপূর্বর উত্তরার বাসায় যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বাগদান সম্পন্ন করেন অপূর্ব। পরিবারের সদস্য ছাড়া সে অর্থে কেউ খবরটি জানতেন না। বাগদানের কিছুদিন পর তার বিয়ের জোর গুঞ্জন শুরু হয়। সর্বশেষ ১ সেপ্টেম্বর বাগদানের কথা স্বীকার করেন অপূর্ব। ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ এই যুগল।

অপূর্বর স্ত্রী শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি স্বনামধন‌্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়