ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বর্ষবরণ করতে উড়াল দিলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:২০, ২৯ ডিসেম্বর ২০২১
বর্ষবরণ করতে উড়াল দিলেন রণবীর-আলিয়া

বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বর্ষবরণ করতে উড়াল দিয়েছেন এই লাভ বার্ড।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দর ছাড়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন তারা। পাশাপাশি দাঁড়িয়ে ফটোসংবাদিকদের হাত নেড়ে শুভেচ্ছাও বিনিময় করেন। তবে এই জুটি কোথায় গেছেন তা এখনো জানা যায়নি।

২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল।

আরো পড়ুন:

রণবীর ও আলিয়ার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শেষ করেছেন আলিয়া। অন্যদিকে, প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রেমিকা আলিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর। পাশাপাশি ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে তাকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বর্ষবরণ করতে মুম্বাই বিমানবন্দর ত্যাগ করেন বলিউডের আরেক জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানা গেছে, মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়