নতুন বছরে বলিউড তারকাদের বার্তা
সময়ের পরিক্রমায় পার হলো আরো একটি বছর। পুরোনো বছরকে বিদায় দিয়ে ২০২২ সালকে স্বাগত জানাচ্ছেন সবাই। দুঃখ, ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশায় সবাই।
প্রতি বছরের মতো এবারো ইংরেজি নববর্ষের প্রথম দিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলিউড তারকারা। এই তালিকায় আছেন, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, অভিনেতা হৃতিক রোশান, অক্ষয় কুমার, অভিনেত্রী শিল্পা শেঠি প্রমুখ।
অমিতাভ বচ্চন: মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার ছবির কোলাজ পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি ক্যাপশনে হিন্দিতে একটি কবিতা লিখেছেন এই অভিনেতা।
হৃতিক রোশান: বলিউডের ‘গ্রিক গড’খ্যাত তারকা হৃতিক রোশান। নতুন বছরের প্রথম দিনে তার একটি ছবি পোস্ট করে এই অভিনেতা লিখেছেন, ‘২০২২, চলুন এটিতে ভালোভাবে বাঁচি।’
অক্ষয় কুমার: পরিবারের সঙ্গে মালদ্বীপে ইংরেজি নববর্ষবরণ করছেন অক্ষয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘নতুন বছর, আগের আমি। ঘুম থেকে উঠে পুরোনো বন্ধুদের শুভেচ্ছা, হাসি মুখ, রৌদ্রজ্জ্বল আকাশ— করোনার দাপট ছাড়া ২০২২ সালটা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। সবার সুস্থ শরীর ও সুখের জন্য প্রার্থনা করছি।’
সুনীল শেঠি: স্ত্রীর সঙ্গে একটি হাসিমাখা ভিডিও প্রকাশ করেছেন সুনীল শেঠি। ক্যাপশনে এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা লিখেছেন, ‘পুরো বছর আপনাদের হাসি আনন্দের মধ্যে কাটুক। কোনো কারণ ছাড়াই ভালোবাসতে, হাসতে ও দয়া দেখাতে শিখুন।’
শিল্পা শেঠি: ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি লিখেছেন, ‘ইতিবাচক ভাবনা ও উদ্দীপনা নিয়ে ২০২২ সালে পা রাখলাম। সবার সুস্বাস্থ্য, উন্নতি ও সফলতা কামনা করছি। শুভ নববর্ষ এবং নিরাপদ থাকুন। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ২০২২ সালে পদার্পন করুন।’
ঢাকা/মারুফ