ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আইরাকে নিয়ে সবাই চিন্তিত: মিশৌরি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৪০, ৬ জানুয়ারি ২০২২
আইরাকে নিয়ে সবাই চিন্তিত: মিশৌরি

মিথিলা-সৃজিতের সঙ্গে আইরা, মিশৌরি (বাঁ থেকে)

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গায়ক তাহসান-মিথিলার কন্যা আইরা। বর্তমানে আইরাকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন মিথিলা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন মিথিলার ছোট বোন মডেল-অভিনেত্রী মিশৌরি রশীদ। তিনি বলেন—‘হ্যাঁ, আইরার কোভিড-১৯ পজিটিভ এসেছে। সত্যিকার অর্থে সবাই অনেক চিন্তিত। যদিও আইরার শারীর তেমন খারাপ হয় নাই। ও অনেকটা ভালো আছে। আইরার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

গত কয়েক দিন ধরে জ্বর ছিল আইরার। পরীক্ষা করার পর গতকাল তার করোনা পজিটিভ আসে। তবে আইরাকে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করেন বলেও জানান মিশৌরি।

আরো পড়ুন:

কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন মিথিলার বর পরিচালক সৃজিত মুখার্জি। এরপর আক্রান্ত হলো আইরা। আপাতত স্বামী-কন্যার কাছ থেকে আলাদা থাকছেন মিথিলা। এ বিষয়ে মিশৌরি বলেন—‘মিথিলা আপুর করোনা টেস্ট করানো হয়েছিল। তবে রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে আপু ভালো আছেন।’

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়