ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিয়ের মাস পূর্তি উদযাপন করলেন ভিকি-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:৫৯, ৯ জানুয়ারি ২০২২
বিয়ের মাস পূর্তি উদযাপন করলেন ভিকি-ক্যাটরিনা

বলিউডের আলোচিত জুটি অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ৯ জানুয়ারি তাদের বিয়ের এক মাস পূর্ণ হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনটি স্মরণ করলেন এই জুটি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের এক মাস উৎযাপন করেছেন ভিকি ও ক্যাটরিনা। ক্যাটরিনা লিখেছেন, ‘এক মাস পূর্তির শুভেচ্ছা আমার ভালোবাসা।’ অন্যদিকে ভিকি লিখেছেন, ‘এখনো সামনে অনেক সময় বাকি।’

গত ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা। বিয়েতে লাল রঙের লেহেঙ্গায় সাজেন ক্যাটরিনা। তার এ লেহেঙ্গা ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি। অন্যদিকে, শেরওয়ানি আর বরমালা পরে একগাল চওড়া হাসি নিয়ে নতুন জীবন শুরু করেন ভিকি।

আরো পড়ুন:

বিয়ের পর কয়েকদিন শ্বশুরবাড়িতে কাটান ক্যাটরিনা। এরপর নিজেদের ফ্ল্যাটে ওঠেন এই নবদম্পতি। সাত পাকে বাঁধা পড়ার পর থেকেই ভক্তদের জন্য নিজেদের ভালোলাগার মুহূর্তগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন ভিকি ও ক্যাটরিনা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়