ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সামান্থার সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ জানুয়ারি ২০২২  
সামান্থার সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন নাগা চৈতন্য

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। কিন্তু গত অক্টোবরে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা।

এদিকে এই দুই তারকার ডিভোর্সের কারণ সম্পর্কে নানা গুঞ্জন শোনা গেছে। সামান্থা খোলামেলাভাবে পর্দায় হাজির হোক এটি নাকি চায়নি নাগার পরিবার। অন্যদিকে, এই অভিনেত্রী চাননি তার বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক। যদিও ডিভোর্সের প্রকৃত কারণ এখনো জানাননি নাগা ও সামান্থা।

তবে সম্প্রতি প্রথমবারের মতো ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন নাগা। তিনি বলেন, ‘বিচ্ছেদ হওয়াটা কোনো খারাপ বিষয় নয়। ব্যক্তিগত সুখ-শান্তির জন্য এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত। সে খুশি, আমিও খুশি। তাই ডিভোর্স সেইসব পরিস্থিতিতে সেরা সিদ্ধান্ত।’

আরো পড়ুন:

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা ও সামান্থা।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়