ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সামান্থার সঙ্গে আমার রসায়ন সবচেয়ে ভালো জমে: নাগা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১৭ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:১৮, ১৭ জানুয়ারি ২০২২
সামান্থার সঙ্গে আমার রসায়ন সবচেয়ে ভালো জমে: নাগা

ভারতের দক্ষিণী সিনেমার প্রাক্তন তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত বছরের অক্টোবরে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা।

এ দুই তারকার ডিভোর্সের কারণ সম্পর্কে নানা গুঞ্জন শোনা গেছে। সামান্থা খোলামেলাভাবে পর্দায় হাজির হোক এটি নাকি চায়নি নাগার পরিবার। অন্যদিকে, এই অভিনেত্রী চাননি তার বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক। যদিও ডিভোর্সের প্রকৃত কারণ এখনো জানাননি নাগা কিংবা সামান্থা।

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন নাগা-সামান্থা। তাদের রসায়ন দর্শকের মন কেড়েছে। তা ছাড়া অন্য নায়ক-নায়িকার সঙ্গেও জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা। সংসার ভেঙে গেলেও নাগা মনে করেন, এখনো সামান্থার সঙ্গে তার রসায়ন সবচেয়ে বেশি জমে। গত ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে নাগা চৈতন্য অভিনীত ‘বাঙ্গাররাজু’ সিনেমা। এর প্রচার অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন নাগা চৈতন্য।

আরো পড়ুন:

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচার অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলছিলেন নাগা চৈতন্য। এ সময় তাকে প্রশ্ন করা হয়, পর্দায় কোন নায়িকার সঙ্গে তার রসায়ন সবচেয়ে ভালো জমে? কোনো সময় না নিয়ে মুহূর্তে নাগা চৈতন্য জবাবে বলেন—‘সামান্থা।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ‘মানাম’, ‘অটোনগর সুরিয়া’, ‘মজিলি’ প্রভৃতি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নাগা-সামান্থা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়