ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

আল্লুর সিনেমা মুক্তিতে পরেশ রাওয়ালের অসন্তোষ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৮ জানুয়ারি ২০২২  
আল্লুর সিনেমা মুক্তিতে পরেশ রাওয়ালের অসন্তোষ

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। সম্প্রতি তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বেশ আলোচনা সৃষ্টি করেছে। হিন্দি বক্স অফিসেও বাজিমাত করেছে এটি।

এদিকে আল্লুর ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর তার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমাটি হিন্দিতে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা। কিন্তু এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। কারণ ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ সিনেমার হিন্দি রিমেক ‘শেহজাদা’-তে অভিনয় করছেন তিনি।

পরেশ রাওয়াল বলেন, ‘সত্যি কথা বলতে আমি হতবাক। এই সিনেমার হিন্দি ডাবিং আসাতে শেহজাদার বাণিজ্যিক ক্ষতি হতে পারে। যদিও কার্তিকের এক সুবিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। কিন্তু তাও এই সিদ্ধান্ত আমাকে বেশ অবাকই করেছে।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘আমাদের শেহজাদার যেখানে শুটিং হয়েছে সেই জায়গাটা ভীষণ সুন্দর, সিনেমাটিও খুব সুন্দর। তাই আশা রাখছি সিনেমাটির মুক্তির প্রভাব আমাদের হিন্দি সিনেমাতে পড়বে না।’

‘শেহজাদা’ সিনেমায় আল্লুর জায়গায় আছেন কার্তিক আরিয়ান। নায়িকা চরিত্রে কৃতি শ্যানন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়