আজ অভিনয়শিল্পী সংঘের নির্বাচন
আজ অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক না হওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যাঙ্গনের ৪৮জন তারকা। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৪৮ জন।
শিল্পী সংঘের নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন আহসান হাবীব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন—দিলু মজুমদার, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক বিশাখা শ্যামলী।
অর্থ সম্পাদক (একটি) পদের জন্য লড়ছেন দুইজন। তারা হলেন—সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম (নয়ন)। দপ্তর সম্পাদক (একটি) পদের জন্য লড়ছেন মামুন অর রশিদ (কবি মামুন) ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক (একটি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মাহাবুবুর রহমান ও রাশেদ মামুনুর রহমান (অপু)। প্রচার ও প্রকাশনা সম্পাদক (একটি) পদের জন্য লড়ছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক (একটি) পদের জন্য লড়ছেন তিনজন। তারা হলেন—আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।
কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য ২০ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন—আবুল কালাম আজাদ, আশরাফ কবির, আইনুন নাহার পুতুল, আশরাফুল আলম খান, এএএম গোলাম কিবরিয়া (তানভীর), খালেদ আহমেদ সালেহীন (রাজীব সালেহীন), নুরুন নাহার বেগম, মরিয়ম সরকার (মিষ্টি মারিয়া), মাসুদ আলম তানভীর (তানভীর মাসুদ), মিজানুর রহমান (মাজনুন মিজান), মো. আব্দুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী (এজাজ বারী), মৌসুমী হামিদ, রেজাউল করিম সরকার (রেজাউল রাজু), শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার, হাফিজুর রহমান (হিমে হাফিজ)।
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন—অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।
দুই বছর মেয়াদি অভিনয়শিল্পী সংঘের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২১ জুন। নির্বাচনের চার দিন পরে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। তাদের মেয়াদ শেষ হয় গত বছরের জুনে। করোনা সংকটের কারণে ছয় মাস পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা/শান্ত
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ২ বছর আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান