এফডিসিতে ঢুকে মনে হলো যুদ্ধ হবে: ইলিয়াস কাঞ্চন
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
এফডিসিতে ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস
আজ সকালে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে এফডিসিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর আগেই বিভিন্ন স্থানে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। বিশেষ করে এফডিসির মূল ফটকের দুই পাশে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা।
এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে লড়ছেন। ভোটের পরিবেশ নিয়ে এই চিত্রনায়ক বলেন—‘এফডিসিতে ঢুকে মনে হলো যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো এখানে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’
এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালোই দেখছি। আর ভোটাররা আসলে আরো ভালোভাবে বোঝা যাবে।’
এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
* এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
* পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
* চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু
* আজ অভিনয়শিল্পী সংঘের নির্বাচন
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ২ বছর আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান