এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘সবাই মিলে একসঙ্গে কাজ করুক এটাই আমার প্রত্যাশা। অনেক দিন হলো ফ্লিল্ম ছেড়ে দিয়েছি, নব্বই দশকের দিকে আমরা যারা কাজ করেছি সবাই চাই যে, তরুণ প্রজন্ম যারাই আসুক বা পুরাতন যারা কাজ করছে তারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারে, এটাই চাওয়া। এখানে রাজনীতি-মারামারি নেই। আমরা চাই প্রতিটি শিল্পী যেন সুন্দরভাবে কাজ করে ঘরে ফিরতে পারে।’ - এভাবেই কথাগুলো বলছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।
আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখুন একটি রাজনৈতিক নির্বাচনে পুলিশ প্রশাসন থাকতে পারে কিন্তু শিল্পীদের এই নির্বাচনে এমনটা দেওয়ার মতো কিছু দেখছি না।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন শাকিল খান। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী প্রশ্ন করা হলে এই চিত্রনায়ক বলেন, ‘সত্যিকার অর্থে আমি কখনো শিল্পী সমিতির নির্বাচন করিনি এবং করারও ইচ্ছা ছিল না। তবে সবার অনুরোধে এবার নির্বাচনে আসা।’
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কিছুদিন ধরেই উত্তাল চিত্রপাড়া। নির্বাচনে ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটিতে সভাপতি হিসেবে লড়ছেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ।
ঢাকা/রাহাত সাইফুল/মারুফ
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ২ বছর আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল