নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে অভিনয়শিল্পী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন। আজ সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করছেন তারা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু আহসান ভোট দিতে উপস্থিত হন শিল্পকলা একাডেমিতে। ভোট প্রদান শেষে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন এই শিল্পী। তিনি বলেন—‘নতুন কমিটিতে যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা থাকবে আমাদের শিল্পীদের দাবি-দাওয়াগুলো নিয়ে কাজ করবেন। আমাদের শিল্পীদের স্বার্থে কাজ করবে। তা ছাড়া সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবে; এই করোনা পরিস্থিতিতে তারা শিল্পীদের পাশে থাকবেন।’
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক না হওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যাঙ্গনের ৪৮জন তারকা। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৫২ জন।
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন—অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।
অভিনয়শিল্পী সংঘের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২১ জুন। নির্বাচনের চার দিন পরে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। তাদের মেয়াদ শেষ হয় গত বছরের জুনে। করোনা সংকটের কারণে ছয় মাস পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা/শান্ত
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
- ২ বছর আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল