ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে শুক্রবার (২৮ জানুয়ারি) এফসিডিতে যেন অভিনয়শিল্পীদের মিলনমেলা বসেছে। নির্বাচন উপলক্ষে অনেক শিল্পীই দীর্ঘদিন পর এসেছেন তাদের প্রিয় কর্মস্থলে। এসেই স্মৃতিকাতর হয়ে পড়ছেন। এই তালিকায় রয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
দীর্ঘদিনের কর্মস্থলে এসেই স্মৃতি রোমন্থন শুরু করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘বছর খানেক পর এফডিসিতে এলাম। এসে মনটা খারাপ হয়ে গেলো। দেখলাম দুই এবং তিন নম্বর ফ্লোর ভেঙে ফেলা হয়েছে। এই দুইটা ফ্লোরে জীবনের হাজার হাজার স্মৃতি জড়িয়ে আছে। অনেক আড্ডা, সিনিয়র শিল্পী, সিনিয়র টেকনিশিয়ানদের সঙ্গে শুটিংয়ের স্মৃতি রয়েছে এখানে। ভাঙ্গা ফ্লোরগুলো দেখে মনটা কেঁপে উঠেছে।’
তবে ভালো কিছুর জন্যই এই পরিবর্তন বলে মনে করেন তিনি। এই অভিনেতার ভাষায়, ‘অনেক সময় এখানে দাঁড়িয়ে ছিলাম। এরপর মনে হলো— না, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে না। নিশ্চয়ই ভালো কিছুর জন্য এখানে নতুন কিছু করা হচ্ছে। একটি পরিবেশ সৃষ্টি করার জন্য।’
‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’— শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এমন একটি গান বানানো হয়েছে। সত্যি কি শিল্পীরা টাকায় বিক্রি হয়? জবাবে একটু হেসে আমিন খান বলেন, ‘গত কয়েকদিন ধরেই ফোনের অপেক্ষায় ছিলাম কেউ তো দিলো না কিছু। এসব ভিত্তিহীন খবর।’
ঢাকা/মারুফ
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
- ২ বছর আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল