ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:০১, ২৮ জানুয়ারি ২০২২
অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে অভিনয়শিল্পী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন। আজ সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করছেন তারা।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেতা রওনক হাসান। এ পদে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবীর টুটুল। তবে জয়ের বিষয়ে আশাবাদী রওনক হাসান। এ অভিনেতা বলেন—‘সহকর্মী, সিনিয়রদের সঙ্গে পরামর্শ করেই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এর আগে চার বছর যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। এ সময়ে শিল্পীদের স্বার্থে কী কী কাজ করেছি, তা সবাই দেখেছেন। সে জায়গা থেকে এবারো জয়ের বিষয়ে আশাবাদী।’  

এবার নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে রওনক হাসানের। বিষয়টি উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘পূর্বের কমিটিতে থাকাকালীন যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, এবার নির্বাচিত হলে সেই কাজগুলো আগে সম্পূর্ণ করতে চাই।’

আরো পড়ুন:

অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চান রওনক হাসান। তা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রভিডেন্ট ফান্ড করে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করবো। এমন একটা ফান্ড করতে চাই, যেখান থেকে তাৎক্ষণিকভাবে শিল্পীদের বিপদে সহায়তা করা যায়। তা ছাড়াও অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে আন্তর্জাতিক মানের ওয়ার্কশপসহ অনেক কাজই করার ইচ্ছা আছে।’

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেলভিত্তিক না হওয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাট্যাঙ্গনের ৪৮জন তারকা। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৫২ জন।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন—অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।

অভিনয়শিল্পী সংঘের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২১ জুন। নির্বাচনের চার দিন পরে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। তাদের মেয়াদ শেষ হয় গত বছরের জুনে। করোনা সংকটের কারণে ছয় মাস পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়