কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা।
শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন এই চিত্রনায়িকা। এই সময় নির্বাচন নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। অপু বলেন, ‘একটি সিনেমাতে আমরা একসঙ্গে একত্রিত হতে পারি না, এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এটা অনেক ভালো লাগছে। এখানে যারা যারা আছেন, আমি কোনো প্যানেল বলবো না— আমরা একটা পরিবার। নেতৃত্বের জন্য একজন নেত্রী বা নেতা দরকার। কারও পিছনে লাগা বা কাদা ছোড়াছুড়ি করা এটা আমার কাম্য নয়। যে-ই আসুক না কেনো আমার শুভ কামনা রইলো।’
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফসিডিতে যেন অভিনয়শিল্পীদের মিলনমেলা বসেছে। নির্বাচন উপলক্ষে অনেক শিল্পীই দীর্ঘদিন পর এসেছেন তাদের প্রিয় কর্মস্থলে। অনেকদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় বেশ উচ্ছ্বসিতও তারা।
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ২ বছর আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
- ২ বছর আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল