চাদর খুলে দেখালেন জায়েদ খান
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শিল্পী সমিতির নির্বাচন চলাকালে দুপুরে নিপুণ প্রতিদ্বন্দ্বীপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘জায়েদ টাকা দিচ্ছে ভোটারদের।’
এ সময় নিপুণ আরও বলেন, ‘মিডিয়া দেখছে আমি এখানে (ভেতরে) দাঁড়ানো। এই সময়ের মধ্যে আমি আট-দশবার ইন্টারভিউ দিয়েছি। কিন্তু জায়েদ ওখানে (এফডিসির গেটে) দাঁড়ানো। ওরাই তো টাকা দিচ্ছে ভোটারদের। আমি তো এখানে দাঁড়ানো।’
অভিযোগের জবাবে জায়েদ খান বলেন, ‘গেটে কে কে ছিল? সেখানে নিপুণের প্যানেলের ফেরদৌস ভাই, শাহনূর, সীমান্ত ছিলেন। এছাড়া আমারও অভিযোগ রয়েছে। পোলিং এজেন্ট রিয়াজ ভাই ভেতরে। তিনি ভেতরে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের প্রভাবিত করছেন।’
এক পর্যায়ে জায়েদ খান গায়ের চাদর খুলে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘দেখেন এইটুকু চাদর! ছোট একটা চাদর- এর মধ্যে কি টাকা রাখা যায়? এমন যদি হতো আমি একা চাদর পরে এসেছি তাহলে সন্দেহ করতে পারতেন। এখানে দুই প্যানেলের সদস্যসহ সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা মিথ্যা অভিযোগ বাদ দিয়ে ভোটারদের কাছে যান, ভোট চান। আমাদেরও ভোট চাইতে দেন।’
ঢাকা/রাহাত সাইফুল
- ২ বছর আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ২ বছর আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ২ বছর আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ২ বছর আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ২ বছর আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ২ বছর আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ২ বছর আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ২ বছর আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ২ বছর আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ২ বছর আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ২ বছর আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ২ বছর আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ২ বছর আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ২ বছর আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
- ২ বছর আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল