ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

চাদর খুলে দেখালেন জায়েদ খান

প্রকাশিত: ১৬:০৫, ২৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:১৭, ২৮ জানুয়ারি ২০২২
চাদর খুলে দেখালেন জায়েদ খান

শিল্পী সমিতির নির্বাচন চলাকালে দুপুরে নিপুণ প্রতিদ্বন্দ্বীপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘জায়েদ টাকা দিচ্ছে ভোটারদের।’

এ সময় নিপুণ আরও বলেন, ‘মিডিয়া দেখছে আমি এখানে (ভেতরে) দাঁড়ানো। এই সময়ের মধ্যে আমি আট-দশবার ইন্টারভিউ দিয়েছি। কিন্তু জায়েদ ওখানে (এফডিসির গেটে) দাঁড়ানো। ওরাই তো টাকা দিচ্ছে ভোটারদের। আমি তো এখানে দাঁড়ানো।’

অভিযোগের জবাবে জায়েদ খান বলেন, ‘গেটে কে কে ছিল? সেখানে নিপুণের প্যানেলের ফেরদৌস ভাই, শাহনূর, সীমান্ত ছিলেন। এছাড়া আমারও অভিযোগ রয়েছে। পোলিং এজেন্ট রিয়াজ ভাই ভেতরে। তিনি ভেতরে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের প্রভাবিত করছেন।’

আরো পড়ুন:

এক পর্যায়ে জায়েদ খান গায়ের চাদর খুলে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘দেখেন এইটুকু চাদর! ছোট একটা চাদর- এর মধ্যে কি টাকা রাখা যায়? এমন যদি হতো আমি একা চাদর পরে এসেছি তাহলে সন্দেহ করতে পারতেন। এখানে দুই প্যানেলের সদস্যসহ সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা মিথ্যা অভিযোগ বাদ দিয়ে ভোটারদের কাছে যান, ভোট চান। আমাদেরও ভোট চাইতে দেন।’

ঢাকা/রাহাত সাইফুল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়