ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বঙ্গতে মুক্তি পাচ্ছে ‘পাশে থাকার গল্প’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২ ফেব্রুয়ারি ২০২২  
বঙ্গতে মুক্তি পাচ্ছে ‘পাশে থাকার গল্প’

এমবিবিএস পাস করে নবনীকে বিয়ে করেন জাহিদ। ভালোভাবে সংসার শুরু হওয়ার আগেই বদলে যায় গোটা পৃথিবী। সম্মুখ যোদ্ধা হিসেবে জাহিদ যোগ দেয় হাসপাতালের করোনা ইউনিটে।

এর মাঝেই জাহিদের সঙ্গে ঘটে করুণ কাহিনি। জাহিদের জীবনে ঠিক কী ঘটে তা জানতে ‘পাশে থাকার গল্প’ শিরোনামে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এর পরিচালক মিজানুর রহমান আরিয়ান। এর চিত্রনাট্য রচনা করেছেন সোহাইল রহমান ও সাখাওয়াত হোসাইন।

নাটকটির মুখ্য চরিত্র জাহিদ ও লাবনী চরিত্রে অভিনয় করেছেন—সাইদ জামান শাওন ও সাফা কবির। এছাড়াও পার্শ্ব চরিত্রে দেখা যাবে সাবেরী আলমকে। আগামী ৪ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও বঙ্গর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

আরো পড়ুন:

বঙ্গর হেড অব কনটেন্ট মো. মাসুদুজ্জামান বলেন, ‘‘লাবনী’, ‘গজদন্তিনী’, ‘বিকাল বেলার ছাদ’সহ—অনেক মৌলিক কনটেন্ট বঙ্গতে দেখেছেন দর্শকরা। এবার নিয়ে আসছি ‘পাশে থাকার গল্প’ নাটকটি। জনস্বার্থে প্রচারিত এই নাটক সবাইকে সচেতন করবে বলে আমার বিশ্বাস। সুস্থ বিনোদন সবার কাছে পৌঁছে দিতে সামনে আরো এমন নতুন কনটেন্ট নিয়ে আসবে বঙ্গ।’’

বঙ্গ-তে যুক্ত হতে চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে ভিজিট করুন: www.bongobd.com

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়