ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাওয়ের কারণ জানালেন নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১২:১০, ৫ ফেব্রুয়ারি ২০২২
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাওয়ের কারণ জানালেন নোরা

বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। বিভিন্ন জনপ্রিয় গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নোরা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করেন। এই মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও কম নয়। প্রায় ৪ কোটি। কিন্তু শুক্রবার (৪ ফেব্রুয়ারি) হঠাৎ করেই নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি উধাও হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় জল্পনা।

অনেকেই ধারণা করছিলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিয়েছেন নোরা। আবার কেউ কেউ ভাবছিলেন, হয়তো কোনো কারণে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অবশেষে নোরা নিজেই রহস্যের সমাধান করে দিলেন।

আরো পড়ুন:

শুক্রবার রাতে অ্যাকাউন্ট ফিরে পাবার পর ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লেখেন ‘সকলের কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়েছিল। সকাল থেকেই কোনো ব্যক্তি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।’ পাশাপাশি অ্যাকাউন্টটি পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই মরোক্কান সুন্দরী।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়