মূল ধারা বা বিকল্প ধারা বলে কিছু নেইঃ সাদিকা স্বর্ণা
|| রাইজিংবিডি.কম
কাফি আমান
ঢাকা ২৩ মেঃ শুটিং চলছে ধারাবাহিক ‘আগুন পোকা’ নাটকের। হাতে কোন সময় নেই। রাইজিং বিডির কথা শুনে একটু সময় বের করলেন উদীয়মান অভিনেত্রী সাদিকা স্বর্ণা। তারপর কথা শুরু হল। অনেক গুছিয়ে অল্প সময়ে বেশ কিছু কথা বললেন তিনি। প্রশ্ন উত্তরের সাথে পাল্টা প্রশ্ন ,এর মধ্যে উঠে আসল তার বর্তমান কর্মবেস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়া অনেক কিছু। পাঠকের কৌতূহল নিবারনে রাইজিং বিডির পক্ষ থেকে আলাপচারিতার চুম্বক অংশ তুলে ধরা হল –
রাইজিংবিডিঃ আগুনপোকা নাটকে আপনার চরিত্র কি ও আপনি কিভাবে দেখছেন ?
স্বর্ণাঃ এই নাটকে আমার চরিত্রের নাম ময়ুরাক্ষি। আসলে এই নাটকের গল্পটা এমন যে প্রতিটি চরিত্রই কেন্দ্রীয়। বলতে পারেন একটি আরেকটির পরিপূরক। আর যেহেতু চলচ্চিত্র জগতের গল্পকে কেন্দ্র করে নাটকটি গড়ে উথেসে তাই বুঝতেই পারছেন, এটি বেশ চ্যালেঞ্জিং ও বটে।
রাইজিংবিডিঃ এই নাটকে কাজ করে কেমন লাগছে, যদিও আপনাদের অনেক অভিযোগ থাকে?
স্বর্ণাঃ আসলে অভিযোগ বা অনুযোগ সবক্ষেত্রে হয় এটা বলা যাবেনা। তবে নিঃসন্দেহে এই সেটে কাজের পরিবেশটা আলাদা। আর আমি এখানে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি । আর এই নাটকের পরিচালক মাসুদ মহিউদ্দিন ও খান মোহাম্মাদ বদরুদ্দিন ভাই অনেক কো-অপারেটিভ।
রাইজিংবিডিঃ আপনি চারুকলার ছাত্রী, পড়ছেন গ্রাফিক্স ডিজাইনে , অভিনয়ে আসলেন কেন?
স্বর্ণাঃ লেখাপড়ার পাশাপাশি আমি থিয়েটার করি। আর শেখান থেকেই অভিনয়ের প্রতি আমার দুর্বলতা। আর এই দুর্বলতা এখন পেশায় পরিনত হয়েছে। যদিও আমাই জানিনা যে সবসময় এটা নিয়ে থাকব কিনা। কিন্তু অভিনয় করছি ও করতে চাই।
রাইজিংবিডিঃ চলচ্চিত্রে অভিনয় করতে চান কি না বা আপনার ভাবনা কি? অনেকেই বলে যে মূল ধারা বা বাণিজ্যিক ধারার চলচ্চিত্র করবনা?
স্বর্ণাঃ আসলে আমি মনে করি মূল ধারা বা বিকল্প ধারা বলে কিছু নেই। আর সব চলচ্চিত্রই বাণিজ্যিক হতে হবে। কেউ বিনিয়োগ করবে আর বাণিজ্য করবেনা তা তো হয়না। শুধু মুখে বলে বিকল্পধারার ছবি বানিয়ে কিছু পুরস্কার ঘরে তুললেই তো আর হবেনা। বিনিয়োগ করে অবশ্যই এর রিটার্ন আসতে হবে, আর তা না হলে চলচ্চিত্র কখনো ইন্ডাস্ট্রি হতে পারবেনা।
রাইজিংবিডিঃ আপনার ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কি?
স্বর্ণাঃ এখন শুধু একটা বিষয় নিয়ে ভাবছি, আর তা হচ্ছে অভিনয়। সব মাধ্যমে অভিনয় করে যেতে চাই।
রাইজিংবিডি/ কা আ
রাইজিংবিডি.কম