ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

সামান্থার সিনেমার সেট নির্মাণে ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১১:০০, ২১ ফেব্রুয়ারি ২০২২
সামান্থার সিনেমার সেট নির্মাণে ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘যশোদা’। এর কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার শুটিংয়ের জন্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ২১৫ টাকা) ব্যয়ে একটি সেভেন স্টার হোটেলে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামান্থা।

এ সিনেমার নির্মাতারা আগেই ঘোষণা করেছেন, নারী কেন্দ্রীক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করবেন হরি ও হারিস। তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি।

আরো পড়ুন:

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়