বাংলাদেশের বিয়েবাড়িতে নেচে ভাইরাল সানি (ভিডিও)
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গতকাল ঢাকায় এসেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। তবে কোনো সিনেমার শুটিংয়ে নয়, বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতে স্বামীসহ ঢাকায় এসেছিলেন সানি লিওন।
তাপসের মেয়ের বিয়েতে নেচে আমন্ত্রিত অতিথিদের মাত করেছেন সানি লিওন। বিয়ে বাড়ির একটি ভিডিও অনলাইনে ছড়িয়েছে। এতে দেখা যায়, নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয জোহরা ঐশী ‘দুষ্টু পোলাপাইন’ গানটি গাইছেন, আর তার সঙ্গে নাচছেন বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওন। তবে উপস্থিত অন্যা নায়িকারাও চুপ ছিলেন না, সানি লিওনের সঙ্গে তাদেরও নাচতে দেখা যায়।
সানি লিওনের নাচের ভিডিও দেখতে ক্লিক করুন
এর আগে টিএম রেকর্ডসের ব্যানারে ঐশীর কণ্ঠে ‘দুষ্টু পোলাপাইন’ গানের মিউজিক ভিডিওতে নেচে নজর কেড়েছিলেন সানি লিওন। বিগ বাজেটের সেই গানের ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে গানের পাশাপাশি নান্দনিক উপস্থাপনাকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। যার কারণে প্রতিটি গানের মিউজিক ভিডিও আন্তর্জাতিক মানে নির্মিত হচ্ছে।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত