ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ছবি তোলার আবদারে দীঘিকে যা বলেন সানি লিওন

প্রকাশিত: ১৭:৫৬, ১৩ মার্চ ২০২২   আপডেট: ১৮:৩৫, ১৩ মার্চ ২০২২
ছবি তোলার আবদারে দীঘিকে যা বলেন সানি লিওন

গতকাল ঢাকায় এসেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। ঢাকায় পা রেখে ফেসবুকে ছবি পোস্ট করলেই শোরগোল পড়ে যায় শোবিজ অঙ্গনে। বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতেই স্বামীসহ সানি লিওনের ঢাকা সফর।

বিয়ের অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে দেখা করার সুযোগ পান দেশের জনপ্রিয় তারকারা। এই তালিকায় রয়েছেন—ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে নাচেরও সুযোগ পান তিনি। সানির সঙ্গে আলাপের অভিজ্ঞতা গণমাধ্যমকে জানিয়েছেন দীঘি।

কথার শুরুতে দীঘি বলেন, ‘সানি তো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়িয়ে ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, শিওর? তিনি বললেন, ইয়েস, শিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়াই।’

আরো পড়ুন:

বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে স্টেজে ছবিও তুলেন দীঘি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সানি লিওনের মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তোলেন। সানি লিওন খুবই ভালো, খুবই লক্ষ্মী।’

দীঘির ভাষ্য, ‘এক পর্যায়ে সানি-দের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন।’

অনুষ্ঠান শেষে রোববার (১৩ মার্চ) সকালে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন সানি লিওন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়