ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কৃতির পোশাক ধরে পিছু পিছু হাঁটছেন সিদ্ধার্থ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৪ মার্চ ২০২২  
কৃতির পোশাক ধরে পিছু পিছু হাঁটছেন সিদ্ধার্থ (ভিডিও)

রেড কার্পেটে দাঁড়িয়ে ভারতীয় অভিনেত্রী কৃতি স্যানন। তার পরনে লম্বা পোশাক। কৃতির পরা পোশাকটি পেছনে ৩ ফুটের বেশি রেড কার্পেটে পড়ে আছে। যা নিয়ে একা হেঁটে যাওয়া মুশকিল। পাশেই ছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। এ অভিনেতা কৃতির পোশাকের পেছনের অংশ তুলে ধরেন, এরপর হাঁটতে থাকেন তিনি। ইনস্টাগ্রামে ছড়িয়েপড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়, যা এখন অন্তর্জালে ভাইরাল।

কিন্তু কোথায় এমন ঘটনা ঘটেছে সেই প্রশ্ন নেটিজেনদের। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার (১৩ মার্চ) একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ছিল। তাতে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত হয়েছিলেন। যারা রেড কার্পেটেও হাঁটেন, পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় পোজ দেন। আর সেখানেই এই মজার ঘটনাটি ঘটে।

কৃতি-সিদ্ধার্থের এই ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনরা টেনে এনেছেন কিয়ারা আদভানিকে। কারণ গুঞ্জন রয়েছে, সিদ্ধার্থ-কিয়ারা প্রেম করছেন। তাই প্রশ্ন তুলেছেন—কিয়ারা কি এই খবর জানেন সিদ্ধার্থ?

আরো পড়ুন:

কৃতি-সিদ্ধার্থ ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন—শমিতা শেঠি, তাপসী পান্নু, অনন্যা পাণ্ডে, রেখা, রোহিত শেঠি, জাভেদ আখতার প্রমুখ।

কৃতি-সিদ্ধার্থের ভিডিও দেখতে ক্লিক করুন

সিদ্ধার্থ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’। সিনেমাটি মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরাশাহ’। এতে বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। এছাড়াও ‘মশন মজনু’ ও ‘থ্যাঙ্ক গড’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

কৃতি স্যানন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাম দো হামারে দো’। অভিষেক জৈন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। সম্প্রতি ‘বচ্চন পাণ্ডে’, ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তা ছাড়া ‘শেহজাদা’সহ বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়