ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

২৫ কেজির পোশাক পরে সারাদিন শুটিং করেছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:৩৬, ২ এপ্রিল ২০২২
২৫ কেজির পোশাক পরে সারাদিন শুটিং করেছেন সঞ্জয়

কন্নড় অভিনেতা যশ অভিনীত চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার টু’ বা ‘কেজিএফ- টু’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। সিনেমায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছেন এই অভিনেতা।

ক্যানসার থেকে সুস্থ হয়ে এই সিনেমার শুটিং করেছেন সঞ্জয়। জানা গেছে, প্রায় প্রতিদিনই ২৫ কেজি ওজনের পোশাক পরে দিনভর শুটিং করতেন তিনি। এর প্রস্তুতি নিতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লাগতো। তবে এ নিয়ে সঞ্জয়ের কোনো বিরক্ত বা অস্বস্তি ছিল না। সব চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন।

‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আধীরা চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক, পোস্টার ও ট্রেইলারে তার লুক দর্শকের মন জয় করেছে। পর্দায় তাকে দেখার জন্য উন্মুখ ভক্তরা।

আরো পড়ুন:

যশ-সঞ্জয় ছাড়াও ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আরো অভিনয় করছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ প্রমুখ। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি আগামী ১৪ এপ্রিল মুক্তির কথা রয়েছে। কন্নড় ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় এটি মুক্তি পাবে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়