ভেঙে গেলো ইশান-অনন্যার প্রেম
ভেঙে গেলো আলোচিত জুটি ইশান কাট্টার ও অনন্যা পাণ্ডের প্রেম। দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল। পিংক ভিলা এসব তথ্য জানিয়েছে।
অনন্যা ও ইশানের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘খালি পিলি’ সিনেমায় কাজ করতে গিয়েই ঘনিষ্ঠতা বাড়ে ইশান-অনন্যার। এরপর থেকে তারা টানা ৩ বছর সম্পর্কে ছিলেন। এ পর্যায়ে এসে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এটি তাদের যৌথ সিদ্ধান্ত।’’
বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন—‘বন্ধু হিসেবে তাদের সবকিছুই ঠিক আছে। তবে এই পর্যায়ে এসে তারা বুঝতে পেরেছেন তাদের অনেক কিছুই আলাদা। আর এ কারণে যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
আলাদা হয়ে গেলেও একসঙ্গে সিনেমা করতে আপত্তি নেই ইশান-অনন্যার। বিষয়টি উল্লেখ করে সূত্রটি বলেন, ‘ব্রেকআপের পরও ইশান-অনন্যা আন্তরিক সম্পর্ক বজায় রাখবেন। এখনো যদি কোনো সিনেমায় একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পান তবে তারা অভিনয় করবেন।’
গত মাসের মাঝামাঝি সময়ে ইশানের মা নীলিমা আজিম ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেন। হবু পুত্রবধূর ভূয়সী প্রশংসাও করেন তিনি। নীলিমা আজিম বলেন—‘অনন্যা আমাদের পরিবারের একটা অংশ। ও শহিদ আর মিরারও খুব ভালো বন্ধু। আর অবশ্যই ইশানের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি এটুকু বলতে পারি ওরা একে-অপরের খুব ভালো সঙ্গী। শুধু তাই নয়, ইশানের বন্ধুদের সঙ্গেও অনন্যা খুব ভালো মিশে যায়।’
নীলিমা আজিমের এই বক্তব্যের পর কেটেছে মাত্র ২০ দিন। এরই মাঝে ইশান-অনন্যার বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ইশান কিংবা অনন্যা।
ঢাকা/শান্ত