ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রণবীর কাপুরের যত বিতর্কিত মন্তব্য

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৫ এপ্রিল ২০২২   আপডেট: ১৫:৫৬, ৫ এপ্রিল ২০২২
রণবীর কাপুরের যত বিতর্কিত মন্তব্য

বলিউডের আলোচিত অভিনেতা রণবীর কাপুর। যশ-খ্যাতি কমতি না থাকলেও মিডিয়ার আলো এড়িয়ে চলতেই বেশি পছন্দ করেন তিনি।

তবে রণবীর যতবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, ততবার মন থেকেই কথা বলেছেন; প্রেমিকার সঙ্গে প্রতারণা, বাবা-মায়ের দাম্পত্য কলহ ইত্যাদি বিষয় অকপটে স্বীকার করেছেন তিনি। যা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে; কখনো কখনো তা বিতর্কও জন্ম দিয়েছে। রণবীরের এমন কিছু মন্তব্য নিয়ে এই প্রতিবেদন।

১৫ বছর বয়স থেকে ধূমপায়ী
‘সাঞ্জু’ সিনেমায় সঞ্জয় দত্তের চরিত্রে পারফর্ম করে দর্শক মনে নাড়া দেন অভিনেতা রণবীর কাপুর। সিনেমাটিতে নেশাগ্রস্ত সঞ্জয় দত্তর নানা রূপ ফুটিয়ে তুলেন রণবীর। ব্যক্তিগত জীবনে রণবীর নেশাগ্রস্ত ছিলেন কিনা তা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। ২০১৮ সালে একটি ম্যাগাজিনকে রণবীর বলেন—‘মাত্র ১৫ বছর বয়স থেকে নিকোটিনে আসক্ত আমি। এরপর ৪ মাস ধূমপান না করে ছিলাম। কিন্তু আবারো ধূমপান শুরু করি। এটি সবচেয়ে খারাপ আসক্তি।’

আরো পড়ুন:

বাবা-মায়ের কলহ নিয়ে অকপট রণবীর
ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির পুত্র রণবীর কাপুর। কিন্তু দাম্পত্য জীবনে অনেক কঠিন সময় পার করেছেন রণবীরের বাবা-মা। ২০১১ সালে এ বিষয়ে মুম্বাই মিররের সঙ্গে কথা বলেছিলেন রণবীর। স্মৃতিচারণ করে তিনি বলেন—‘দুই পায়ের মাঝে মাথা চেপে ধরে সিঁড়িতে বসে থাকতাম। ভোর ৫-৬টা পর্যন্ত সিঁড়িতেই অপেক্ষা করতাম ঝগড়া থামার জন্য। আমার বাবা-মা দাম্পত্য জীবনে দীর্ঘদিন সমস্যায় জর্জরিত ছিলেন। আর আমি তাদের মাঝে ছিলাম। মা চেষ্টা করতেন তাদের সমস্যার প্রভাব যেন আমার ওপর না পড়ে। এটি তিনি খোলামেলাভাবে করেছেন, যা একটি ভালো উদ্যোগ ছিল। প্রেমে শুধু গোলাপের ঘ্রান থাকে—এই ধারণা নিয়ে আমি বড় হইনি। একজন নারী-পুরুষের সম্পর্ক কতটা জটিল হতে পারে তা-ও আমি শিখেছি।’

প্রেমিকার সঙ্গে রণবীরের প্রতারণা
রণবীর কাপুর ব্যক্তিগত জীবনে অনেক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। গুঞ্জন উঠেছে, চলতি মাসে তারা সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন। কিন্তু অতীত জীবনে সম্পর্ক নিয়ে প্রতারণা করেছেন তিনি। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রতারণার বিষয়টি উল্লেখযোগ্য। আর প্রতারণার বিষয়টি স্বীকারও করেছেন তিনি। এ নিয়ে ভারতীয় একটি ম্যাগাজিনে রণবীর বলেন, ‘আমি তখন অপরিপক্ক ছিলাম, আমার অভিজ্ঞতা ছিল না এবং কিছু সুযোগ নেওয়ার কারণে এমনটা ঘটেছিল।’     

ভার্জিনিটি হারানোর স্বীকারোক্তি
প্রায় এক দশক আগে রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেন, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। এক ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে রণবীর বলেন, ‘আমার যখন ১৫ বছর বয়স তখন আমি ভার্জিনিটি হারিয়েছি।’ পাশাপাশি গাঁজা, মদ্যপান ও ধুমপান আসক্তি নিয়েও কথা বলেন তিনি।

চাচাকে নিয়ে মিথ্যাচার
সম্প্রতি রণবীর কাপুর ‘শর্মাজি নমকিন’ সিনেমার প্রচারে অংশ নেন। এ সময় রণবীর কাপুর বলেন, ‘চাচা রণধীর কাপুর ডিমেনশিয়ার আক্রান্ত। ইদানীং সব কিছু ভুলে যাচ্ছেন। এমনকি, তার ভাই ঋষি কাপুর যে মারা গেছেন, সেটাও ভুলে গেছেন।’ এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে রণধীর কাপুর বলেন—‘এমন কিছু হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। কিছুদিন আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। রণবীর যা খুশি বলতে পারে, এটা একেবারেই তার ব্যাপার। তবে আমি ডিমেনশিয়ায় আক্রান্ত নই।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়