ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

১৭ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ৬ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:৫৪, ৬ এপ্রিল ২০২২
১৭ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে!

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুরোদমে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজে হবে রণবীরের বিয়ের আয়োজন। আগামী ১৩-১৪ এপ্রিল থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঞ্জাবি প্রথায় এই বিয়ের আয়োজন তিন-চার দিন ধরে চলবে। আগামী ১৭ এপ্রিল বিয়ে করবেন রণবীর-আলিয়া।

যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আরো পড়ুন:

২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা অভিনয়শিল্পী। মাঝে বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন শোনা গেছে। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। গত বছরও নাকি বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়