ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হানিমুনে কোথায় যাবেন রণবীর-আলিয়া?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৭ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:৪৭, ৭ এপ্রিল ২০২২
হানিমুনে কোথায় যাবেন রণবীর-আলিয়া?

অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভারতীয় মিডিয়ায় চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, হানিমুনে কোথায় যাবেন বিয়ের আগে সেই পরিকল্পনাও সেরে রেখেছেন এই জনপ্রিয় তারকা জুটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও আলিয়া হানিমুনে দক্ষিণ আফ্রিকায় যাবেন। এর আগে চলতি বছরের শুরুতে ইংরেজি নতুন বছর উদযাপন করতে দেশটিতে গিয়েছিলেন এই জুটি। সেখানে সাফারিতে ঘুরাঘুরি বেশ উপভোগ করেছেন তারা। তাই বিয়ের পরও সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন।

এ প্রসঙ্গে রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘রণবীর ও আলিয়া দক্ষিণ আফ্রিকায় হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশে নতুন বছর উদযাপনের পর আবারো আফ্রিকার সাফারি ঘুরে দেখার পরিকল্পনা করেছেন তারা।’

আরো পড়ুন:

জানা গেছে, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠান শুরু হবে। মেহেদি, সংগীত অনুষ্ঠানের আয়োজন শেষে ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাইছেন রণবীর।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়