ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রণবীর-আলিয়ার বিয়ের খাবারে এলাহিকাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১০ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:১৫, ১০ এপ্রিল ২০২২
রণবীর-আলিয়ার বিয়ের খাবারে এলাহিকাণ্ড

অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের আয়োজন নিয়ে চলছে তোড়জোড়। রাজকীয় আয়োজনে এই বিয়েতে আসা অতিথিদের খাবারের মেনুতে থাকছে এলাহিকাণ্ড।

ভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চারদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’ ব্যাঙ্কোয়েট হলটি ৮ দিনের জন্য বুকিং করেছেন এই অভিনেতা। বিয়ের জন্য ভারতের লাখনৌ, দিল্লি থেকে শেফ আনা হচ্ছে। এছাড়া পাঞ্জাবি খাবারও থাকবে। দেশীয় পদের পাশাপাশি খাবারের তালিকায় বিদেশি পদও থাকবে। এখানেই শেষ নয়, আলিয়া ভাট যেহেতু নিরামিষভোজেী, তাই নিরামিষ পদের জন্য পৃথক ২৫টি কাউন্টার থাকবে।

এ প্রসঙ্গে কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘খাদ্যরসিক হিসেবে কাপুর খানদানের পরিচিতি রয়েছে। ইতালীয়, মেক্সিকান, পাঞ্জাবি, আফগানি পদের ৫০টির বেশি কাউন্টার থাকছে। অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখবেন না রণবীর-আলিয়া। লাখনৌ থেকে আসা শেফরা কাবাব এবং বিরিয়ানি রান্না দায়িত্বে থাকবেন। এছাড়া দিল্লি থেকে স্পেশাল চাট তৈরির জন্য শেফরা আসছে।’

আরো পড়ুন:

২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল। তবে শোনা যাচ্ছে, অবশেষে এবার তারা বিয়ে পিঁড়িতে বসছেন।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়