ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মুখোমুখি জন-বাঁধন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১২ এপ্রিল ২০২২   আপডেট: ১২:২৪, ১২ এপ্রিল ২০২২

কণ্ঠশিল্পী-অভিনেতা জন কবির। গত বছর ইউটিউবে শুরু করেন ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ নামে বিশেষ অনুষ্ঠান। প্রথম মৌসুমে তার আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা। এ বছর শুরু করেছেন দ্বিতীয় সিজন। কিছুদিন আগে তাতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মিথিলা, আফসানা মিমি। এবার জনের মুখোমুখি হলেন আলোচিত অভিনত্রেী আজমেরী হক বাঁধন।

বাঁধন ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করে বর্তমান অবস্থান তৈরি করেছেন। জীবনের নানা জার্নির গল্প জনকে বলেছেন তিনি। ১৯ বছর বয়স বাঁধনের কাছে বিশেষ কিনা? জবাবে বাঁধন বলেন, ‘হ্যাঁ, এই সময়ে আমার প্রথম বিয়েবিচ্ছেদ হয়। আসলে প্রথম বিয়ের পর আত্মঘাতী প্রবণ হয়ে পড়ি এবং আত্মহত্যার চেষ্টা করি। এই সময়টা আমার জন্য খুবই বীভৎস ছিল।’

মেডিক্যালে পড়াকালীন বাঁধনের প্রথম বিয়ে হয়। বিয়ের কারণে তার পড়াশোনা বন্ধ করে দেয় পরিবার। তার ভাষায়—‘প্রায় আড়াই বছর পড়াশোনা বন্ধ ছিল। এতে করে আমি খুবই হতাশায় ডুবে গিয়েছিলাম। আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হই। এরপর রিহ্যাবেও থেকেছি।’

আরো পড়ুন:

এত জটিলতার পরও বাঁধন লাক্স প্রতিযোগিতায় অংশ নেন, পুনরায় পড়াশোনা শুরু করেন এবং অভিনয়ে সরব হন। তা ছাড়া দ্বিতীয় বিয়ে, সন্তান ও ডিভোর্সের নানা বিষয়ের পাশাপাশি ক্যারিয়ারের সফলতা নিয়েও কথা বলেন বাঁধন। বর্তমানে বিশাল ভরদ্বাজের একটি সিনেমার কাজ বাঁধনের হাতে রয়েছে, এ বিষয়েও কথা বলেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়