ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রণবীর-আলিয়ার বিয়ের তারিখ পেছালো!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১২ এপ্রিল ২০২২   আপডেট: ১২:৪২, ১২ এপ্রিল ২০২২
রণবীর-আলিয়ার বিয়ের তারিখ পেছালো!

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। কিছুদিন ধরে ভারতীয় মিডিয়ায় এ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।

তবে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে, এই জুটির বিয়ের তারিখ আবারো পিছিয়েছে। শুরুতে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল বিয়ে করবেন রণবীর-আলিয়া। পরে ‘রাজি’ সিনেমাখ্যাত অভিনেত্রীর চাচা রবিন ভাট জানান, ১৪ এপ্রিল এই জুটির বিয়ের দিন নির্ধারণ হয়েছে। তবে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, একদিন পিছিয়ে এখন ১৫ এপ্রিল বিয়ে হবে।

আলিয়ার ভাই রাহুল ভাটের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রথমে ১৪ এপ্রিল বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মিডিয়ায় খবরটি ফাঁস হয়ে যাওয়া ও নিরাপত্তাজনিত কারণে এখন তারিখ পরিবর্তন করা হয়েছে। শিগগির রণবীর আলিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

আরো পড়ুন:

অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর-আলিয়ার বিয়ে আগামী সপ্তাহের শুরুতে হবে। এই জুটির বিয়ের সম্ভাব্য তারিখ ২০ এপ্রিল।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়