ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রণবীরকে দ্রুত সন্তান নেওয়ার পরামর্শ সঞ্জয়ের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১২ এপ্রিল ২০২২   আপডেট: ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২২
রণবীরকে দ্রুত সন্তান নেওয়ার পরামর্শ সঞ্জয়ের

বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ নিয়ে বলিপাড়ায় চলছে জোর আলোচনা।

অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন রণবীর। অন্যদিকে আলিয়ার সঙ্গে ‘কলঙ্ক’ ও ‘সড়ক টু’ সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়। এই জুটির বিয়ের খবরে বেশ খুশি ‘খলনায়ক’ সিনেমাখ্যাত এই অভিনেতা। সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলার সময় রণবীর-আলিয়াকে পরামর্শও দিয়েছেন তিনি।

রণবীরের উদ্দেশ্যে সঞ্জয় দত্ত বলেন, ‘যদি রণবীর বিয়ে করে আমি সত্যিই ভীষণ খুশি হবো। আলিয়া আমার সামনে জন্মেছে ও বড় হয়েছে। বিয়ের মাধ্যমে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তাদের এটি বজায় রাখতে হবে। পরস্পরের হাত ধরে আনন্দ, শান্তি ও গৌরবের খোঁজে সামনে এগিয়ে যেতে হবে। দ্রুত সন্তান নাও রণবীর এবং সুখে থাকো।’

আরো পড়ুন:

রণবীর ও আলিয়াকে পরামর্শ দিয়ে ‘কেজিএফ’ অভিনেতা বলেন, ‘দুই পক্ষকেই সমঝোতা করতে হবে। জীবনের প্রতিটি পথচলাতেই তাদের প্রতিজ্ঞার কথা স্মরণ রাখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটিই সামনে এগিয়ে চলার গোপন রহস্য।’

শুরুতে শোনা গিয়েছিল আগামী ১৭ এপ্রিল বিয়ে করবেন রণবীর-আলিয়া। পরে ‘রাজি’ সিনেমাখ্যাত অভিনেত্রীর চাচা রবিন ভাট জানান, ১৪ এপ্রিল এই জুটির বিয়ের দিন নির্ধারণ হয়েছে। তবে নতুন গুঞ্জন— একদিন পিছিয়ে এখন ১৫ এপ্রিল বিয়ে হবে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

/মারুফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়