ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

‘কেজিএফ-চ্যাপ্টার টু’ সম্পাদনা করেছে ১৯ বছরের তরুণ!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১৫ এপ্রিল ২০২২   আপডেট: ০৯:০২, ১৫ এপ্রিল ২০২২
‘কেজিএফ-চ্যাপ্টার টু’ সম্পাদনা করেছে ১৯ বছরের তরুণ!

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘কেজিএফ-চ্যাপ্টার টু’ বা ‘কেজিএফ টু’। যশ অভিনীত আলোচিত সিনেমাটি মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। মজার বিষয় হলো, আলোচিত এই সিনেমা কোনো বিখ্যাত সম্পাদক সম্পাদনা করেননি। বরং ১৯ বছর বয়েসী এক তরুণ সম্পাদনা করেছেন এটি!

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক প্রশান্ত নীল তার সিনেমা সম্পাদনার জন্য উজ্জ্বল কুলকার্নিকে নিয়েছিলেন। যার বয়স ১৯ বছর। এর আগে উজ্জ্বল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনা করে আলোচনায় আসেন। উজ্জ্বলের কাজ দেখে মুগ্ধ হন প্রশান্ত নীল; তারপরই তাকে নেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। ‘কেজিএফ চ্যাপ্টার টু’ সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন উজ্জ্বল।   

আরো পড়ুন:

‘কেজিএফ-চ্যাপ্টার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-চ্যাপ্টার টু’। প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটির দ্বিতীয় পার্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

সিনেমাটি গত বছরের অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর একাধিকবার মুক্তির তারিখ পেছানো হয়। সর্বশেষ গতকাল মুক্তি পেয়েছে এটি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়